প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ৩:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২১, ১:৪৭ পি.এম
হবিগঞ্জের চুনারুঘাটে গাজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি ।।
হবিগঞ্জের চুনারুঘাটে দশ লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার করলেন চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ।
এ সময় মাদক কারবারি আনোয়ার (২৫) কে আটক ও মাদক বহনে ব্যবহৃত মাইক্রো লাইটেস জব্দ করা হয়েছে।
আটক আনোয়ার , বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের লাকুড়ীপাড়া এলাকার মর্তুজ আলীর ছেলে।
রবিবার (১২সেপ্টেম্বর)২১ ইং রাতে গোপন সংবাদের ভিত্তিতে খাবার খেয়ে ভারত সীমান্ত থেকে একটি (মাইক্রো)লাইটেসে করে গাঁজার চালান সিলেট এলাকায় যাচ্ছে এ তথ্যের ভিত্তিতে ওসি মো: আলী আশরাফ এর নেতৃত্বে এএসআই মাহমুদ হাসান, ও এএসআই হান্নান সহ একদল পুলিশ কাচুয়া এলাকায় ওত পেতে থাকেন ।
রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কাচুয়া এলাকায় গাঁজাসহ মাইক্রোর সন্ধান পেলে পুলিশ সেটি থামানোর চেষ্টা করে। কিন্তু চালক না থেমে শ্রীকুটা ভায়া, গাজিগঞ্জ হয়ে দ্রুতগতিতে রানিগাও রাস্তায় চলে যায় । সাথে সাথে পুলিশ ধাওয়া করে।
অবশেষে রানিগাও এলাকায় গিয়ে মাইক্রোটি আটক করতে সক্ষম হন । এ সময় তার লাইটেস ঢাকা মেট্রো-চ ১৪০০৪১ তল্লাশি করে ছোট বড় ৫ টি বস্তায় ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত ওই গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় দশ লক্ষাধিক টাকা হবে বলে ওসি জানান, পুলিশের উপস্থিতি টেরপেয়ে তার সহযোগী পালিয়ে যায়।
এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার এর বিষয় নিশ্চিত করেন চুনারুঘাট থানা ওসি মোঃ আলী আশরাফ। তিনি জানান মাদকের বিরুদ্ধে সীমান্ত এলাকায় প্রতি দিন অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho