
যশোর ব্যুরো।।যশোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার জন্মদিন উদযাপন করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুলের কার্যালয়ে কেক কেটে এই জন্মদিন উদযাপন করে সদর উপজেলা যুবলীগ।
এ সময় আনোয়ার হোসেন বিপুল ছাড়াও জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল, ত্রাণ বিষয়ক সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মারুফ হোসেন বিপুল, ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমুল হুদা পনির, সদর উপজেলা যুবলীগের আহবায়ক মাজাহারুল ইসলাম মাজাহার, শহীদুজ্জামান শহীদ, শহর যুবলীগের সদস্য সোহেল রানা দিপু, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি বিএম জাকির হোসেন, জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ এ মাসউদ হিমেল, সাবেক সহ-সম্পাদক মেহেদী হাসান শান্তি, যুবলীগ নেতা সাহিদুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।