
খুলনা ব্যুরো ।।
নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান রাসেল সুইট (৫২)নিজের নতুন কেনা প্রাইভেটকার চালাতে গিয়ে তাঁর সঙ্গী বড়দিয়া ইউনাইটেড ডিগ্রি মহাবিদ্যালয়ের অফিস সহকারী শওকত সরদার (৫৭) নিহত হয়েছেন।
নিহতরা হলেন- ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইট (৫২) ও তার সহযোগী শওকত সরদার (৫৭)। শওকত বড়দিয়ার মুন্সি মানিক মিয়া কলেজের নিরাপত্তা প্রহরী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টার দিক নিজ প্রাইভেট কারে কালিয়া এলাকার পাটনা গ্রাম থেকে বড়দিয়ায় যাচ্ছিলেন ইউপি চেয়ারম্যান রাসেল সুইট। পথিমধ্যে ডুমুরিয়া নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। খালে ডুবে সুইট ও শওকতের মৃত্যু হয়।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, নিহত চেয়ারম্যানের ভাই কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান শামীমুর রহমানে কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।