প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ৯:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২১, ৫:০০ পি.এম
পরিবারের ৪ সদস্যকে অজ্ঞান করে স্বর্ণালংকার-টাকা লুট

সুনামগঞ্জ প্রতিনিধি ।।
সুনামগঞ্জের ছাতক উপজেলায় এক পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে ডাকাতরা। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে ছাতক পৌরসভার নোয়ারাই আবাসিক এলাকার ব্যবসায়ী লালু শাহর (৫০) বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বুধবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন লালু শাহ, তার স্ত্রী সাজিয়া বেগম (৪১), দুই ছেলে শাকিল (২৪) ও সাহেল (২১)। বৃহস্পতিবার সকালে দীর্ঘক্ষণ তাদের ঘরের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করতে থাকেন প্রতিবেশীরা। এক পর্যায়ে তারা ঘরের জানালা ভাঙা দেখতে পান। এরপর ঘরে ঢুকে দেখেন, তারা তখনও ঘুমিয়ে আছেন। অনেক ডাকাডাকি করে না উঠায় তাদেরকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লালু শাহর ছোটভাই ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ফয়জুর রহমান জানান, ডাকাতরা ঘরের জানালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার ও প্রায় পাঁচ লাখ টাকা টাকা নিয়ে গেছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho