প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ৪:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২১, ১১:৩৭ পি.এম
যশোরে পর্নোগ্রাফি আইনে ২ যুবক গ্রেফতার

যশোর অফিস ।।
যশোরে অবৈধভাবে পর্নোগ্রাফি ভাড়া,বিক্রয়,সংরক্ষন ও সরবরাহের অভিযোগে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা শংকরপুর বাস টার্মিনালের একটি দোকানে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করেছে।
এসময় উক্ত দোকানে কম্পিউটারের ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি ভাড়া বিক্রয়,সংরক্ষন ও সরবরাহের অভিযোগে মনিটর,সিপিইউ,ল্যাপটপসহ কম্পিউটার জব্দ করেছেন। ঘটনার সাথে জড়িত আটক করা হয়েছে নড়াইল জেলার সদর উপজেলার বুড়িখালী ৯ নং ওয়ার্ডের বর্তমানে যশোর শহরের শংকরপুর বাস টার্মিনালের আবুল কালামের বাড়ির ভাড়াটিয়া তবিবুর রহমান সিকদারের ছেলে মাসুদুর রহমান ও সদর উপজেলার মোবারক কাঠি গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে রাকিব।
র্যাব-৬ যশোর ক্যাম্পের পুলিশ পরিদর্শক সুমন বিশ্বাস জানান, বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর রাতে গোপন সূত্রে খবর পান যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকার হুদা সাহেবের মার্কেটের ভিতর বিসমিল্লাহ টেলিকম দোকানে কিছু কম্পিউটার ব্যবসায়ী অবৈধভাবে ইন্টারনেট কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন শ্রেনীর পেশার লোকজনের নিকট টাকার বিনিময়ে পর্নোগ্রাফি সরবরাহ করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দোকানের মালিক মাসুদুর রহমান ও সহযোগী রাকিবকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যমতে কম্পিউটারের সংশ্লিষ্ট মালামাল জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় শুক্রবার পর্নোগ্রাফি আইনে মামলা করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho