ঢাকা অফিস।।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবারও সব রকম গ্রহণযোগ্য পন্থায় নির্বাচন কমিশন গঠন করা হবে। জাতীয় সংসদ নির্বাচন আসার আগেই বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।
শনিবার (১৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভার শুরুতে ব্রিফিং করেন তিনি। এসময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, রাষ্ট্রপতির আহ্বানে ও সব দলের সঙ্গে আলোচনা করেই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সেখানে বিএনপিসহ সব দলের প্রতিনিধিত্ব ছিল।
বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের নিজেদের ঘরে গণতন্ত্রের চর্চা নেই। কিভাবে সরকারকে ঠেকাবে এবং দেশে জঙ্গিবাদকে উষ্কে দেবে সেই নীলনকশা করতে দফায় দফায় বৈঠক করছে বিএনপি বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
আগাম নির্বাচন বা দলের আগাম সম্মেলনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতীয় সংসদ নির্বাচন আইন অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। আমাদের দলের সম্মেলনও নির্ধারিত সময়ে হবে। আওয়ামী লীগে আগাম সম্মেলনের নজির নেই।
করোনাকালে যে সকল শাখার মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেসবে দ্রুত সম্মেলন করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দলকে আরো আধুনিক, সুশৃঙ্খল ও সুসংগঠিত করতে হবে। আওয়ামী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।
ভুঁইফোড় সংগঠনের কোন অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতাদের অতিথি না হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho