
বেনাপোল প্রতিনিধি ।।
নোয়াখালী বেগমগঞ্জ থানার চৌমুহনী এলাকায় রিক্সা চালক আবুল হোসেন হত্যার আসামী নুরুল আমিন মোর্শেদকে বেনাপোল বাজার থেকে আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে বেনাপোল স্কুল মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক নুরুল আমিন মোর্শেদ নোয়াখালী জেলার বেগমগনজ থানার চৌমুহনী গনিপুর এলাকার আলী আকবর এর ছেলে। গত ১৬ সেপ্টেম্বর ২০২১ইং রোজ বৃহস্পতিবার সাড়ে ১১ টার সময় চৌমুহনী এলাকায় আবুল হোসেনের রিক্সা ভাড়া নেন নুরুল আমিন মোর্শেদ ভাড়া নিয়ে তাদের ভিতর তর্ক বিতর্ক হয়।এক পর্যায়ে নুরুল আমিন মোর্শেদ দা দিয়ে আবুল হোসেনের গলায় কোপ দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায় রিক্সা চালক।এ ব্যাপারে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
আটক আসামীর বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান,গোপন সংবাদে জানতে পারি নোয়াখালী বেগমগনজ থানার চৌমুহনী এলাকায় রিক্সা চালক আবুল হোসেন হত্যার আসামী নুরুল আমিন মোর্শেদ বেনাপোল এলাকায় অবস্থান করছে।এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল হাইস্কুলে মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।বিষয়টি বেগমগঞ্জ থানাকে অবগত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho