প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৬, ১১:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২১, ৯:১৬ পি.এম
যশোরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা
যশোর প্রতিনিধি।।
যশোরে যৌতুক দাবীর অভিযোগে সোমাইয়া আক্তার মিম নামে এক নারীর বিরুদ্ধে আদালতে একটি মামালা হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) ওই নারীর বিরুদ্ধে তার স্বামী সদরের চাঁদপাড়া গ্রামের আব্দুর রহমান বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্তি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে। মীম শহরতলীর শেখহাটি বাবলাতলার শাহীন হোসেনের মেয়ে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ২১ অক্টোবর পারিবারিক ভাবে মিমকে বিয়ে করেন আব্দুর রহমান। বিয়ের কিছুদিন যেতে না যেতে আব্দুর রহমান লক্ষ্য করেন তার স্ত্রী মিম উচ্চাভিলাসী জীবন যাপনে অভ্যস্থ। নামীদামি জিনিসপত্র এনে দিতে ব্যর্থ হলে মিম তার স্বামীর সাথে দূর্বব্যহার ও সংসারে অশান্তি সৃষ্টি করত। স্ত্রীর চাহিদা পূরনে যথাসাধ্য চেষ্টা করত আব্দুর রহমান। তারপরও নানা অজুহাতে মিম সংসারে অশান্তি সৃষ্টি করত। একপর্যায়ে মিম তার স্বামীকে ১০ কাঠা জমি তার নামে লিখে দেয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। বিষয়টি আব্দুর রহমান শ্বশুর বাড়ির লোকজনদের জানালে তারা কর্ণপাত করেনি। গত ২ সেপ্টম্বর আব্দুর রহমানের শাশুড়ি তার বাড়িতে আসেন। মিমের যৌতুকের বিষয়টি নিয়ে কথা উঠলে দাবিকৃত ১০ কাঠা জমি তার নামে লিখে না দিলে সংসার করবেনা বলে জানিয়ে চলে যায়। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে আব্দুর রহমান বাদী হয়ে যৌতুক নিরোধ আইনে আদালতে এ মামলা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho