প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২১, ৯:০০ পি.এম
মানিকগঞ্জে দুই ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি।।
মানিকগঞ্জে পেট্রোলের পরিমান কম দিয়ে ভোক্তাদের ঠকানোর দায়ে দুটি ফিলিং স্টেশনকে এক লাখ করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ (সোমবার) দুপুর সাড়ে ১২টার দিকে অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল এই অর্থদন্ড এবং সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেন।
পাম্পদুটি হলো- মানিকগঞ্জ জেলশহরের উচুটিয়া-নারাঙ্গাই এলাকার ধলেশ্বরী ফিলিং স্টেশন এবং হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা এলাকার মিলন ফিলিং স্টেশন।
আসাদুজ্জামান রুমেল বলেন, ‘পেট্রাল পাম্পগুলিতে পরিমানে কম দিয়ে ভোক্তারের ঠকানো হচ্ছে মর্মে আজ পাঁচটি পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করি। এর মধ্যে ধলেশ্বরী ফিলিং স্টেশনে প্রতি পাঁচ লিটার পেট্রোলে ৩৪৪ শিলি লিটার এবং মিলন ফিলিং স্টেশনে ১৬০ মিলি লিটার পেট্রোল কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে। ভোক্তাদের ঠকানোর দায়ে ওই ফিলিং স্টেশন দুটির মালিককে একলাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিমাপ যন্ত্র ঠিক না করা পর্যন্ত বন্ধ ঘোষণা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho