Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর ২০২১
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

বার্তাকন্ঠ
সেপ্টেম্বর ২১, ২০২১ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি ।।
হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী  বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ সেপ্টেম্বর)  দুপুরে  উপজেলা পরিষদ হলরুমে ২০২০-২০২১ অর্থ বছরের উপজেলা উন্নয়ন তহবিলের অর্থে বানিয়াচং উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী প্রদান  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান (এমপি)।
উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকোরানার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, উপজেলা শিক্ষা অফিসার মোহম্মদ শফিকুল ইসলাম সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হাসিবুল ইসলাম,বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বিএসডি মহিলা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মোবাশ্বির আহমদ, বানিয়াচং এলআর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন, রত্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, প্রধান শিক্ষক অরুণ কুমার দাশ, আব্দুল কাইয়ুমসহ উপজেলায় কর্মরত মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
পরে বিদ্যায়ের প্রধান শিক্ষকদের হাতে ক্রীড়া সামগ্রী তুলেদেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেন, খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল, খেলাধুলা করবো, সুস্থ শরীর গড়বো। খেলাধুলা পড়াশোনারই অংশ। প্রতিবছর উপজেলা পরিষদের পক্ষথেকে ক্রীড়া সামগ্রী বণ্ঠন করে কোমলমতি শিক্ষার্থীদের কেলাধুলার সুযোগ করে দেয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান।
এছাড়া সকল শিক্ষককে আন্তরিকতার সহিত পাঠদানসহ শিক্ষা বিষয়ে শিক্ষা অফিসারদের সাথে সমন্বয় করে বানিয়াচংয়ের শিক্ষা ব্যবস্থাকে আরো এগিয়ে নেওয়ার আহবান জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।