Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর ২০২১
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নববধূকে পা ছুঁয়ে প্রণাম করলেন স্বামী

বার্তাকন্ঠ
সেপ্টেম্বর ২১, ২০২১ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ।।

বিয়ের পর সাধারণত স্বামীর পা ছুঁয়ে প্রণাম করছেন নববধূ। দীর্ঘদিন ধরেই হিন্দু বিয়েতে অত্যন্ত প্রচলিত প্রথাটি। কিন্তু এবার এ প্রথা ভাঙলেন ভারতীয় এক যুবক।  এরইমধ্যে ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেছে।

পীষূষ নামের এক ব্যক্তি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও আপলোড করেছেন। সেখানেই ব্যতিক্রমী এই ঘটনা চোখে পড়েছে। এই ভিডিও দেখা হয়েছে ৪০ লাখের বেশিবার। লাইক পড়েছে ২০ লাখের বেশি।

ভিডিওতে সদ্য বিবাহিত এক দম্পতিকে দেখা গেছে। প্রথা অনুযায়ী, স্বামীর পা ধরে প্রণাম করতে যাচ্ছিলেন নববধূ। কিন্তু তাকে প্রণাম করতে দেননি তার স্বামী। তারপর নিজেই প্রণাম করতে গেলেন নববধূকে।

স্বামীর এমন কাণ্ড দেখে লাফ মেরে পিছিয়ে যান নববধূ। কিন্তু ততক্ষণে প্রণামপর্ব যে সারা! এই ভিডিও সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে। ওই ব্যক্তির প্রশংসার পাশাপাশি নবদম্পতিকে আশীর্বাদ করেছেন নেটিজেনরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।