মীর দুলাল, হবিগঞ্জ প্রতিনিধি।।
মঙ্গলবার-(২১ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৪ ঘটিকায় বানিয়াচং থানার ৯ নং পুকড়া ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের উত্তর পাশ দিয়ে প্রবাহমান রত্না নদী থেকে আধা কি.মি দুরে টেটোয়ার খালে হাওড়ের পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মৃত দেহ উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ।
অজ্ঞাতনামা ব্যাক্তির লাশ সনাক্তকরণের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলে জানান পুলিশ।
অজ্ঞাত ব্যাক্তি লাশ উদ্ধার এর বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন। তিনি জানান অজ্ঞাত লাশের পরিচয় জানতে পুলিশ সদস্যরা কাজ করছেন।