Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর ২০২১
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘ অধিবেশনের প্রথম দিনেই যোগ দিলেন প্রধানমন্ত্রী

বার্তাকন্ঠ
সেপ্টেম্বর ২১, ২০২১ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা ব্যুরো।। 

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের (ইউএনজিএ) প্রথম দিন যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে জাতিসংঘের এ অধিবেশন।

স্থানীয় সময় মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে উচ্চ পর্যায়ের আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশন চলবে ২১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এর মধ্যে ২৪ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিগত বছরের মতো এবারও প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দেবেন। এর আগে ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন।

১৭ সেপ্টেম্বর হেলসিঙ্কির উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান প্রধানমন্ত্রী। এরপর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ১৯ সেপ্টেম্বর হেলসিঙ্কি থেকে নিউইয়র্কে যান তিনি।

২০২০ সালের ফেব্রুয়ারিতে ইতালি সফরের দেড় বছর পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।

এদিকে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং সেখানে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দিতে ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন।

বিশ্বব্যাপী মহামারির কারণে এবার সাধারণ পরিষদের অধিবেশনে অনুমোদিত প্রতিনিধি দলের আকার সীমিত করা হয়েছে।

খবর বাসসের

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।