স্পোর্টস ডেস্ক ।।
এফসি মেটজের বিরুদ্ধে বুধবার রাতে মাঠে নামছে ফরাসি লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা প্যারিস সেইন্ট জার্মেই। এই ম্যাচে লিওনেল মেসিকে ছাড়াই নামতে হচ্ছে নেইমারদের। হাঁটুতে চোট পাওয়ায় মেটজের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে পাওয়া যাবে না আর্জেন্টাইন তারকাকে।
পিএসজি'র দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়েছেন মেসি।
এমআরআই করানো হয়েছে মঙ্গলবার। দুই দিনের ভেতর আবারও এমআরআই করানো হবে। এরপরই জানা যাবে মেসির পায়ের অবস্থা কী।
গত রোববার অলিম্পিক লিয়ঁ'র বিপক্ষে খেলতে নামে পিএসজি। ওই ম্যাচটিতে পিএসজি জয় পেলেও ৭৫ মিনিটের মাথায় তুলে নেয়া হয় মেসিকে। এ নিয়ে কোচ মরিসিয়ো পোচেত্তিনোর উপর বিরক্ত হতেও দেখা যায় মেসিকে।
তবে মঙ্গলবার পোচেত্তিনো বলেন, ‘‘আমরা ম্যাচ চলাকালীন খেয়াল করছিলাম মেসি বারবার ওর বাঁ পায়ের হাঁটুর দিকে দেখছিল। তখনই মনে হচ্ছিল ওকে উঠিয়ে নেয়া দরকার।
দুই বছরের চুক্তিতে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মেসি। নতুন ক্লাবের হয়ে এখনও অবশ্য গোল পাননি এই সুপার স্টার। তবে রোববারের ম্যাচে দুটি শট বারে লেগে ফিরে আসে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho