সাতক্ষীরা ব্যুরো ।।
পরিবহন ধর্মঘটের মধ্যেও সম্পূর্ণ সচল রয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকেই বন্দরে সব ধরনের পণ্য লোড-আনলোড হচ্ছে। চলাচল করছে সব ধরনের পণ্যবাহী ট্রাক।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় শ্রমিক ইউনিয়ন থেকে জানানো হয়েছে, ধর্মঘট তারা মানছেন না। এর আগে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকেই বন্দরে সব ধরনের পণ্য লোড-আনলোড হচ্ছে। চলাচল করছে সব ধরনের পণ্যবাহী ট্রাক।
জানা গেছে, দেশের অন্যান্য স্থানে ধর্মঘট চললেও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কোনো ধর্মঘট হচ্ছে না। এখানকার ট্রাক চালকরা সব ধরনের মালামাল লোড আনলোড করছে আগের মতো করে। ভোমরা থেকে পণ্যবাহী ট্রাক দেশের বিভিন্ন এলাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তবে পথে কিছু জায়গায় সমস্যা হচ্ছে। কয়েকটি এলাকায় পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে।
সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, চলমান ধর্মঘটের মধ্যেও সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের কার্যক্রম চালু রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho