মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি ।।
বাংলাদেশের নকশি কাঁথা শত বছরের পুরনো সংস্কৃতির ও লোকশিল্পের একটা অংশ। বাংলার সেই সংস্কৃতি ও লোকশিল্পের অংশকে টিকিয়ে রাখার প্রায়সে এবং নারীদেরকে আত্মর্নিভরশীল করার লক্ষ্যে লালমনিরহাট জেলা পুনাকের সভানেত্রি ও পুলিশ সুপার আবিদা সুলতানার উদ্যোগে লালমনিরহাট জেলার ‘পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)- এর আয়োজনে আজ বুধবার (২২ সেপ্টেম্বর) ৫ দিনব্যাপি ‘নকশি কাঁথা সেলাই প্রশিক্ষণ’ কোর্স অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন শাহ মিজান শাফিউর রহমান অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) রংপুর রেঞ্জ, । শহর/গ্রামঞ্চলের নানান পেশার নারীদেরকে নিয়ে ৫ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সে প্রায় ৫০ জন নারী এতে অংশ গ্রহন করেন।এই কোর্সে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন নারী উদ্যোক্তা সমাজকর্মী সাইক্লিস্ট সাবিনা ইয়াসমিন মাধবি।
এসময় জেলা সিনিয়র সহ পুলিশ সুপার রবিউল ইসলাম ও মারুফা জামান সহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।