![](https://bartakontho.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সাতক্ষীরা ব্যুরো ।।
সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলার ২১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সোমবার। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দুই জন ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসাবে একজনসহ মোট তিন সাংবাদিক বিজয়ী হয়েছেন।
নির্বাচিতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদে কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম (নৌকা), তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু (নৌকা) ও দৈনিক পূর্বাঞ্চলের পাটকেলঘাটা প্রতিনিধি সরুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাষ্টার আব্দুল হাই।
নির্বাচনে তিনজন সাংবাদিক নৌকা প্রতীক নিয়ে ও একজন নৌকার বিদ্রোহী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। এদের মধ্যে খলিষখালি ইউপিতে বাংলাদেশ টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি সাবেক চেয়ারম্যান মোজাফ্ফর রহমান পরাজিত হয়েছেন।