
নাজমুল ইসলাম,শরণখোলা (বাগেরহাট) ।।
বাগেরহাটের শরণখোলায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে ১৬ বছরের এক কিশোরী । বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে অনুষ্ঠিত বিবাহ বন্ধ করেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা থাতুনে জান্নাত বলেন, স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিনের মাধ্যমে বাল্যবিবাহর খবর পেয়ে বুধবার দুপুরে দক্ষিণ রাজাপুর গ্রামের দুলাল ফকিরের মেয়ে ও রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর নিয়মিত ছাত্রী তারিন আক্তার (১৬) এর বাল্যবিবাহ বন্ধ করে দেয়া হয় এবং বাল্যবিবাহর অপরাধে ওই পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে । এসময় মেয়ের বাবা বাড়ি থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান,দক্ষিণ রাজাপুর গ্রামের জানেরখালপাড় এলাকার দেলোয়ার হাওলাদারের ছেলে রফিক হাওলাদারের সাথে বিবাহ ঠিক হয় দুলাল ফকিরের মেয়ে তারিনের। কিন্তু প্রশাসনের হস্থক্ষেপে সেই বিবাহ পন্ড হয়ে যায় । তবে এমন বাল্যবিবাহ এলাকায় অহরহ হচ্ছে বলেও জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho