প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ২:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২১, ১২:৫৭ পি.এম
বকশীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) ।।
জামালপুর বকশীগঞ্জ সদর ইউনিয়নের ঝালরচর গ্রামে পানিতে ডুবে গতকাল বুধবার দুপুরে মিনহাজ নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মিনহাজ বকশীগঞ্জ সদর ইউনিয়নের ঝালরচর গ্রামের কৃষক নূর নবীর ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও শিশুটির পরিবার সূত্রে জানাযায়, ঝালরচর গ্রামের নিজ বাড়ির উঠানে শিশু মিনহাজ আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে একাকী খেলাধুলা করছিল। একপর্যায়ে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে শিশুটিকে সেখান থেকে উদ্ধার করেন তার স্বজনেরা। পরে সেখান থেকে উদ্ধার করে সদর হসপিটালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিনহাজকে মৃত ঘোষনা করেন।
পরে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী বলেন, হাসপাতালে আনার আগেই শিশু মিনহাজের মৃত্যু হয়েছে।
বকশীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুনমুন জাহান লিজা ও বকশীগঞ্জ থানার এসআই শরিফ মৃত্যুের খবর পেয়ে ছুটে আসেন এবং গভীর শোক প্রকাশ করেন পরে নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা মৃত শিশুর পরিবারকে নগদ ২০০০০(বিশ) হাজার টাকা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho