Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর ২০২১
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

চট্রগ্রামে কোডেক ও ইউনিসেফের কর্মশালা

বার্তাকন্ঠ
সেপ্টেম্বর ২৩, ২০২১ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ।।
ওয়াটার সেনিটেশন এন্ড হাইজিন, কমিউনিকেশন পর ডেভেলাফমেন্ট,কোডেক ও ইউনিসেফের যৌথ উদ্যোগে ২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার চট্রগ্রাম ১৭ নং ওয়ার্ড বগার বিল মহল্লা কমিটির সদস্যদের নিয়ে শান্তিনগর আবাসিক এলাকার বাসেত কমিউনিটি হলে সামাজিক সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
মোঃ সুমনের সঞ্চালনায়, শান্তিনগর মহল্লা কমিটির সভাপতি আবুল হাশেম কন্ডাক্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল আলম শহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল হক সিকদার, খায়রুল বশর, মোঃ এমরান।
সার্বিক সহযোগিতায় ছিলেন সুরভী দাশ (কমিনিউটি মোবাইলাইজার C4D)
বক্তব্য রাখেন মোঃ কামাল, মোঃ জাহেদ,সুমন নাথ,মিতা বর্মন,নুর উদ্দিন, জিল্লুর রহমান, মোঃ রফিক।
কর্মশালায় বক্তারা করোনা কালীন সময়ে কোডেক ও ইউনিসেফের বিভিন্ন সেবামূলক কার্যক্রম তুলে ধরেন।
সেই সাথে এলাকার আত্ম সামাজিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে, সরকারের উন্নয়ন ও সচেতনতা মুলক কর্মকান্ড তুলে ধরে ,বাল্য বিবাহ, শিশু শ্রম বন্ধ সহ গর্ভকালীন মায়েদের যত্নের ব্যাপারে গুরুত্বারোপ করেন।
সমাজের, মহল্লায় যেকোন অনিয়মের বিষয়ে স্থানীয় কাউন্সিলরের পাশাপাশি সরকারি জরুরী সেবা ১০৯/১০৯৮ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।