মীর দুলাল, হবিগঞ্জ প্রতিনিধি ।।
সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুরের ইউসিবি ব্যাংকের বুথ ভেঙে ২৪ লক্ষাধিক টাকা লুটপাটের প্রধান পরিকল্পনাকারী সাফিউল কবির জাকিরকে গ্রেফতার করা হয়েছে।আজ বুধবার ( ২২ সেপ্টেম্বর ) রাতে তাকে আটক করতে সক্ষম হন সিলেট জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলম রোকন। এসময় সহযোগী অন্যান্য পুলিশ সদস্যরাও তাকে সহযোগীতা করেন।
জানা গেছে, ঘটনার পর থেকেই এটিএম বুথ লুটেরাদের গ্রেফতারে নানা পরিকল্পনা প্রনয়ন করে এগুচ্ছিলেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন। তারই ধারাবাহিকতায়, টানা তিনদিন অভিযানের পর অবশেষে আসে সাফল্য। গ্রেফতার করা হয় জাকিরকে। এসময় এটিএম বুথ লুটপাটে ব্যবহৃত পালসার মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ এটিএম বুথ লুটপাটের সাথে জড়িত আরও ৩ জনকে গ্রেফতার করে। জাকিরসহ এ ঘটনায় মোট ৪ জনকে গ্রেফতার করা হল।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর রাতে সিলেটের ওসমানীনগর থানার শেরপুরের ইউসিবি ব্যাংকের এটিএম বুথের সিকিউরিটিকে মারধর করে হাত পা বেঁধে বুথ থেকে ২৪ লক্ষাধিক টাকা লুটপাট করে জাকির
,শামীম নূর,মোহামাম্মদ সেবুল ও মো. আব্দুল হালিম এবং তাদের অন্যান্য সহযোগীরা। ঘটনার সাথে জড়িত অন্যান্যদেরও দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ তৎপর বলেও জানিয়েছেন পুলিশ সুপার ফরিদ উদ্দিন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।