প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৯:০২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২১, ৪:৪৮ পি.এম
মাধবপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে দল বেঁধে ধর্ষণ, গ্রেফতার ৪

মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।।
হবিগঞ্জের মাধবপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে বিদেশফেরত এক গৃহবধূকে দল বেঁধে ধর্ষণ করেছে লম্পট যুবক ও তার সহযোগীরা ।
এ ঘটনায় নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর )২১ ইং দুপুরে ধর্ষিতা নারীকে ডাক্তারী পরিক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাস পাতালে প্ররন করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, পূর্ব মাধবপুররের বাদশা পাঠান, জীবন মিয়া, কাটিহারা গ্রামের লাকী আক্তার ও পৌর শহরের আতিক মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুরের বাঘাসুরা গ্রামের বিদেশফেরত এক গৃহবধূর সঙ্গে মাধবপুর সদরের আতিক মিয়া নামে এক ব্যক্তির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
গতকাল বুধবার দুপুরে ওই গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে মাধবপুরে নিয়ে আসেন আতিক। মাধবপুর পৌর শহরের কাটিহারা গ্রামে লাকী আক্তারের বাসায় উঠেন। পরে ওই গৃহবধূকে ধর্ষণ করেন কথিত প্রেমিক আতিক।
একপর্যায়ে বাসায় উপস্থিত থাকা বাদশা পাঠান ও জীবন মিয়া তাকে ধর্ষণ করে। ধর্ষিতা বিষয়টি মাধবপুর থানা পুলিশকে জানালে রাতেই বাড়ির মালিক লাকী আক্তারসহ ৪ জনকে গ্রেফতার করে। এ ঘটনায় রাতেই ভিকটিম বাদী হয়ে থানায় মামলা করেন।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় পুলিশ নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে!
শেষ খবরে জানা যায়, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho