ঢাকা ব্যুরো ।।
কিশোর গ্যাং নিয়ে নতুনভাবে ভাবার কথা জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, গত ৩ বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রেক্ষাপটে কিশোর গ্যাং একটা বিশাল চ্যালেঞ্জ তৈরি করেছে।
তিনি বলছেন, কিশোর অপরাধ নিয়ন্ত্রণের সংশ্লিষ্ট আইন হালনাগাদ করায় এখন ১৮ বছরের নিচে সবাই শিশু।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের মধুবাগের বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কমপ্লেক্স অডিটোরিয়ামে ‘কিশোর অপরাধ বিরোধী সামাজিক প্রচারণা কার্যক্রম ও রেপ নির্মিত বিজ্ঞাপন (টিভিসি) এর উদ্বোধন’ অনুষ্ঠানে তিনি এমন কথা জানান।
আইজিপি আরো বলেন, ‘কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে ইতোপূর্বে আইনগত ব্যবস্থা নেয়া হলেও বর্তমান আইনের কারণে এখন আর সেভাবে কোনো ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না। গ্রেফতারের সাথে সাথে তাদেরকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। কিশোর সংশোধনাগারের ক্যাপাসিটি কতো‑ এ ব্যাপারে আমাদের কাজ করতে হবে। এছাড়া কিশোর গ্যাং নিয়ন্ত্রণে প্যারেন্টাল কন্ট্রোলের (বা-মা’য়ের নিয়ন্ত্রণে থাকা) বিষয়টি রয়েছে। এসব ক্ষেত্রে সামাজিক নিয়ন্ত্রণ দরকার। কমিউনিটির একাত্মতার মাধ্যমে সামাজিক নিয়ন্ত্রণ জরুরি।