মেহেদী হাসান রাজু, রাজবাড়ী।। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া ফুটবল মাঠে মরহুম আব্দুল জলিল মিয়া প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ঢাকা সানালী অতীত ক্লাব ২-০ গোলে পাবনার কাশিনাথপুর এসোসিয়েশন অব সখিন ফুটবলারকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।
শুক্রবার বিকাল আব্দুল জলিল মিয়া স্মতি সংসদের আয়োজনে দেলোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে ও শামীম মিয়া সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্ধোধন করেন, বালিয়াকান্দি উপজেলা আ.লীহ সাধারণ সম্পাদক মো শামছুল আলম মিয়া সুফি। বিশষ অতিথি ছিলেন, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, নলিয়া শ্যামা মোহন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মিয়া। পৃষ্ঠপোশকতা ও সার্বিক তত্বাবধায়ন করেন, বালিয়াকান্দি উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও , জামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম ফরিদ হাসন বাবু, প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদ, রাকিব, আবুল কাসম, সাহরাব, মোঃ আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ধারা বর্ণনায় ছিলেন প্রদ্যুৎ কুমার রায়। প্রায় ১০ হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।