বিনোদন ডেস্ক ।।
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বাবা সন্তোষ মিত্র আর নেই। বাবা হারালেন টালিউড অভিনেত্রী। সোমবার (২৭ সেপ্টেম্বর) শ্রীলেখা নিজেই ফেসবুকে পোস্ট করে দুঃসংবাদটি দেন। মাত্র দুটি শব্দে তিনি লেখেন, ‘আমার বাবা’।
এরপর মোবাইল মেসেজে কলকাতার গণমাধ্যম আনন্দবাজারকে খবরটি নিশ্চিত করেন তিনি।
পুজার ঠিক আগে শ্রীলেখার বাবার এমন মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অসংখ্য সমব্যথী ইতিমধ্যেই শোক, সমবেদনা জানিয়েছেন অভিনেত্রীকে।
বিভিন্ন সময় একাধিক সাক্ষাৎকারে শ্রীলেখা মিত্র জানিয়েছেন, বাবা তার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। কোনও দিন, কোনও পদক্ষেপে বাবা তাকে বাধা দেননি। বরং নিজের পেশায় শ্রীলেখা যাতে আরও উন্নতি করতে পারেন সে জন্য উৎসাহ জুগিয়েছেন। সন্তোষ মিত্রও ছিলেন স্পেসিয়ান অভিনেতা।
উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে মাকে হারিয়েছেন শ্রীলেখা মিত্র। এবার বাবাকে হারিয়ে আরও গভীর শোকের সাগরে ডুবে গেলেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho