
মেহেদী হাসান রাজু, রাজবাড়ী ।।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ঠে ইউসুফ শেখ (৪৩) নামে এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে। সে কালুখালী উপজেলার হরিণবাড়ীয়া গ্রামের জবোর শেখের ছেলে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বাজারে তার ফার্নিচার দোকানে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ঠ হয়।
রামদিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন বলেন, ইউসুফ শেখ তার নিজের ফার্নিচার দোকানে রামদিয়া বাজারে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়।
তাকে তাৎক্ষণিকভাবে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।