বিনোদন ডেস্ক ।।
কিছু দিন আগেই মালদ্বীপ থেকে ঘুরে এসেছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। নীল সমুদ্রের জলে অবগাহন করে কাটিয়েছেন একান্ত সময়। শোনা যায়, বর্তমান প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গেই তিনি মালদ্বীপে গিয়েছেন। এছাড়া সঙ্গে ছিলেন শ্রাবন্তীর ছেলে অভিমন্যু ও তার প্রেমিকা।
এবার শ্রাবন্তীকে দেখা গেল পাহাড়ে। সবুজে ঘেরা স্বর্গীয় প্রকৃতিতে নিজেকে ক্যামেরাবন্দি করেছেন অভিনেত্রী। তার পরনে কালো রঙের টি-শার্ট আর শর্টস। ছবিতে তার উন্মুক্ত উরুসমেত পা যেন কেড়ে নিচ্ছে ক্যামেরার ফোকাস। তাইতো অনুসারীদের মনে ধরেছে কাঁপন।
সেই অনুভূতি অনুসারীরা প্রকাশ করছেন কমেন্ট বক্সে। একজন লিখলেন, ‘জাস্ট ফ্যাবুলাস’, আরেকজন লিখেছেন, ‘লাভলি গার্ল’। কেউ আবার ক্রাশ খেয়েছেন শ্রাবন্তীর এই রূপে। আপলোড করার পর ১৫ ঘণ্টায় শ্রাবন্তীর ওই পোস্টে লাইক পড়েছে প্রায় ৮০ হাজার।
জানা গেছে, নতুন করে পোস্ট করলেও শ্রাবন্তীর এই ছবি পুরনো। বেশ কিছু দিন আগেই তিনি এই পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন। তবে এ ভ্রমণে তার সঙ্গী কে ছিলেন, সেটা রহস্যই থেকে গেছে।
প্রসঙ্গত, শ্রাবন্তীকে সর্বশেষ দেখা গেছে ‘লকডাউন’ সিনেমায়। অভিমন্যু মুখার্জি পরিচালিত সিনেমাটিতে তার সহশিল্পী আদৃত রায়, ওম সাহানি ও সোহম চক্রবর্তী প্রমুখ। বর্তমানে তার হাতে বেশ কিছু সিনেমা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য- ‘কাবেরী অন্তর্ধান’, ‘খেলাঘর’, ‘ধাপ্পা’ ও ‘অচেনা উত্তম’। এছাড়া বাংলাদেশে ‘বিক্ষোভ’ নামের একটি সিনেমার সঙ্গেও যুক্ত আছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho