মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি ।।
হবিগঞ্জের মাধবপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে পালন করার লক্ষ্যে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে থানা পুলিশের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
থানা মিলনায়তনে ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার ১২০ পূজা কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
রবিবার ( ২৬সে সেপ্টেম্বর) দুপুর মাধবপুর থানা মিলায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ। এসআই ফজলে রাব্বির পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুনিল, সহ-সভাপতি জগদীশ মোদক, দাস, সেক্রেটারি লিটন রায়, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শংকর পাল সুমন, পৌর শাখার সভাপতি প্রমোদ রঞ্জন মালাকার, সেক্রেটারি দুলাল মোদক প্রমুখ।
বক্তারা করোনাকালীন সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন ও আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার পরামর্শ দেন। যে কোনো তথ্য দ্রুত পুলিশকে জানাতে বলা হয়।