
কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি ।।
মুজিব শতবর্ষ নওগাঁ জেলা দাবা লীগ-২০২১ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় নওগাঁ পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলার ৮টি দলের অংশ গ্রহণে, জেলা পুলিশের আয়োজনে ও রানার গ্রুপ বাংলাদেশ ও সাইফ পাওয়ারটেক বাংলাদেশের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ মনিরুল ইসলাম আলমগীর নির্বাহী সদস্য বাংলাদেশ দাবা ফেডারেশন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও আহবায়ক, মুজিব শতবর্ষ নওগাঁ জেলা দাবা লীগ, কে এম মামুন খাঁন চিশতী। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউল রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়াটার্স সাবিনা, সহকারী পুলিশ সুপার জেলা বিশেষ শাখা সুরাইয়া খাতুন, ইন্সপেক্টর ইনচার্জ (ডিবি) কে এম সামসুদ্দিন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল প্রমুখ।