Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১সোমবার , ২৭ সেপ্টেম্বর ২০২১
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

ভারতগামী ৫বাংলাদেশি আটক সাতক্ষীরায়

বার্তাকন্ঠ
সেপ্টেম্বর ২৭, ২০২১ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি ।। দেবহাটার পুষ্পকাটিতে র‌্যাবের অভিযানে পাঁচজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার সময় পুষ্পকাটি সরদার বাড়ি মোড় থেকে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারে পুষ্পকাটি গ্রামের সরদার বাড়ি মোড় সাতক্ষীরা হতে শ্যামনগর গামী মহাসড়কের পূর্ব পাশে পাকা রাস্তার উপর পাঁচজন বাংলাদেশি নাগরিক ভারত এবং বাংলাদেশ গমনাগমন করার জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উক্ত স্থান হতে অভিযান চালায়।

এ সময় পুষ্পকাটি গ্রামের দাউদ আলী গাজীর ছেলে আনারুল ইসলাম (৩৯), খুলনার ফুলতলা থানার পয়গ্রামের মৃত. মাহতাব মোল্লার ছেলে টুটুল মোল্লা (৩৩), তার স্ত্রী মারুফা বেগম (২৩), খুলনার তেরখাদা থানার লক্ষ্মণপুর গ্রামের ওবায়দুল মোল্লার ছেলে রবিউল মোল্লা (২২), তার স্ত্রী রাবেয়া বেগমকে (২০) গ্রেফতার করেত সক্ষম হয়। এ ব্যাপারে দেবহাটা থানায় মামলা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।