Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর ২০২১
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

রংপুর বিভাগের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা-

বার্তাকন্ঠ
সেপ্টেম্বর ২৮, ২০২১ ৮:১২ পূর্বাহ্ণ
Link Copied!

মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি।। 
সোমবার (২৭ সেপ্টেম্বর) রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের ২০২১ সালের আগস্ট মাসের ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। কোভিড’১৯ এর প্রাদুর্ভাবজনিত কারণে রেঞ্জ ডিআইজি মহোদয় অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত সভা অনুষ্ঠান করেন। সভায় অত্র রেঞ্জের গত আগস্ট মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা হয়। এছাড়াও সভায় অত্র রেঞ্জে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে ২০২১ সালের আগস্ট মাসে অত্র রেঞ্জের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচন করেন এবং পুরস্কার বিতরণ করা হয় ।
বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে আগস্ট মাসে দিনাজপুর জেলার হাকিমপুর সার্কেল এর সহকারি পুলিশ সুপার মোঃ শরীফ আল রাজীব, শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার এসআই মোঃ আরিফুল ইসলাম, শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার এসআই অপূর্ব সরকার, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে ঠাকুরগাঁও সদর থানার এএসআই মোঃ সহিদুল ইসলাম, শ্রেষ্ঠ এএসআই হিসেবে কুড়িগ্রাম জেলার চিলমারী থানার এএসআই মোঃ ফজলুল হক, শ্রেষ্ঠ থানা হিসেবে দিনাজপুর জেলার হাকিমপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক  মোঃ ফেরদৌস ওয়াহিদ, শ্রেষ্ঠ জেলা হিসেবে পঞ্চগড় জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ ইউসুফ আলী, অজ্ঞাত পুরুষের মৃতদেহ উদ্ধার, সনাক্তকরণ ও আসামী গ্রেফতারের জন্য গাইবান্ধা বি-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  আবু লাইচ মোঃ ইলিয়াচ জিকু, হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামী গ্রেফতারের জন্য রংপুর জেলার সহকারি পুলিশ সুপার (এসএএফ), অতিরিক্ত দায়িত্বে সি-সার্কেল, রংপুর  মোঃ আশরাফুল আলম, দু’টি মাদকের মামলার দু’জন আসামীর মৃত্যুদন্ড সাজা হওয়ায় গাইবান্ধা জেলার কোর্ট পুলিশ পরিদর্শক  মোঃ তোফাজ্জল হোসেন, গাইবান্ধা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ’লিখন’ হত্যা মামলার আসামী গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে ঢাকা ও গাইবান্ধা থেকে গ্রেফতার করায় গাইবান্ধা সদর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)  মোঃ তৌহিদুজ্জামান, অজ্ঞাত পুরুষের মৃতদেহ উদ্ধার, সনাক্তকরণ, তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে আসামী গ্রেফতারের জন্য গাইবান্ধা ডিবি’র এসআই মোঃ নওশাদ আলী বিশেষ পুরষ্কারে পুরষ্কৃত করা হয়।
সভায়  রংপুর রেঞ্জের  ডিআইজি  দেবদাস ভট্টাচার্য্য বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স)  শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম-বার, পিপিএম-সেবা, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস)  মোঃ ওয়ালিদ হোসেন, পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ওয়েলফেয়ার)  মোঃ আব্দুল লতিফ, পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড ক্রাইম এ্যানালাইসিস)  মোঃ আকতার হোসেন, পুলিশ সুপার (অপারেশনস্ অ্যান্ড ট্রাফিক)  মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম-সেবা সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন। সভা অনুষ্ঠানকালে অত্র রেঞ্জের রংপুর জেলার পুলিশ সুপার  বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার), পিপিএম, কুড়িগ্রামের পুলিশ সুপার  সৈয়দা জান্নাত আরা, দিনাজপুরের পুলিশ সুপার  মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম-বার, লালমনিরহাটের পুলিশ সুপার  আবিদা সুলতানা, বিপিএম, পিপিএম, নীলফামারীর পুলিশ সুপার  মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম, পিপিএম, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার  মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পঞ্চগড়ের পুলিশ সুপার  মোহাম্মদ ইউসুফ আলী, গাইবান্ধার পুলিশ সুপার  মুহাম্মদ তৌহিদুল ইসলাম, অত্র রেঞ্জ দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিসিপ্লিন অ্যান্ড প্রসিকিউশন)  মোঃ শরিফুুল আলম, সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি)  এ, বি, এম জাহিদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (অপারেশসন অ্যান্ড ট্রাফিক)  মোঃ শামীম হোসেন উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।