শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সুইডেনের গোটেনবার্গে ভয়াবহ বিস্ফোরণ, আহত ২৫

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক ।।

সুইডেনের গোটেনবার্গ শহরের একটি আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৫ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় বেতার এসআরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আহতদের মধ্যে তিন নারীর অবস্থা সংকটাপন্ন।
জরুরি সেবাদানকারী সংস্থাগুলো উদ্ধার অভিযানে কাজ করছে। ভবনে আরও কয়েকজন আটকে থাকতে পারে।

গোটেনবার্গ এলাকার জরুরি সংস্থা জানিয়েছে, ভবনটির কয়েকটি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত রয়েছে। এখনও বিস্ফোরণের কোনো কারণ জানা যায়নি। তবে এ পর্যন্ত শতাধিক মানুষকে ওই ভবন থেকে উদ্ধার করা হয়েছে।
সুইডেনে সাম্প্রতিক বছরগুলোতে দলগত অপরাধ বেড়েছে। অপরাধীরা নিজেদের শক্তি জানান দেওয়ার জন্য বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে। 

জনপ্রিয়

ভূরুঙ্গামারীতে প্রা.বি.সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

সুইডেনের গোটেনবার্গে ভয়াবহ বিস্ফোরণ, আহত ২৫

প্রকাশের সময় : ০৩:২৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক ।।

সুইডেনের গোটেনবার্গ শহরের একটি আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৫ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় বেতার এসআরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আহতদের মধ্যে তিন নারীর অবস্থা সংকটাপন্ন।
জরুরি সেবাদানকারী সংস্থাগুলো উদ্ধার অভিযানে কাজ করছে। ভবনে আরও কয়েকজন আটকে থাকতে পারে।

গোটেনবার্গ এলাকার জরুরি সংস্থা জানিয়েছে, ভবনটির কয়েকটি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত রয়েছে। এখনও বিস্ফোরণের কোনো কারণ জানা যায়নি। তবে এ পর্যন্ত শতাধিক মানুষকে ওই ভবন থেকে উদ্ধার করা হয়েছে।
সুইডেনে সাম্প্রতিক বছরগুলোতে দলগত অপরাধ বেড়েছে। অপরাধীরা নিজেদের শক্তি জানান দেওয়ার জন্য বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে।