প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ১:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২১, ৯:৪৮ পি.এম
যশোরে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

যশোর প্রতিনিধি।।
যশোর শহরতলির ঝুমঝুমপুর এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আব্দুল আলিম যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকার চান্দের মোড়ের আব্দুল মান্নানের ছেলে। মামলার পর অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে আলিমকে চানপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই কওছার আলম গ্রেপ্তার করেন।
মামলায় বাদীর অভিযোগ, অনেক আগে থেকেই আলিম ভিকটিমকে প্রায়সময়ে বিভিন্নভাবে উত্যক্ত করতো।
এরমাঝে ভিকটিম মঙ্গলবার বেলা ১১টার দিকে ঝুমঝুমপুর চান্দের মোড়ে যায়। আব্দুল আলিম ওই কিশোরীকে কথা আছে বলে ডেকে পাশে একটি বাগানে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণ করে আব্দুল আলিম। পরে বিষয়টি বাড়িতে এসে ওই কিশোরীর তার পরিবারকে জানায়। ওইদিন সন্ধ্যায় কোতোয়ালি থানায় মেয়েকে নিয়ে হাজির হয় বাদী। লিখিত অভিযোগ দেন সে। বিষয়টি পুলিশ তদন্ত করে এজাহার হিসেবে গ্রহণ করে। একই সাথে আসামিকে গ্রেপ্তার করে আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করে। একই দিন ভিকটিমকেও আদালতে হাজির করা হয়। ভিকটিম আদালতে জবানবন্দি দেন।
আদালত আসামিকে কারাগারে ও ভিকটিমকে পরিবারের কাছে হস্তান্তর করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho