শাহাবুদ্দিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি।।
১লা অক্টোবর শুক্রবার সকাল ১১ টার সময় বগুড়া জেলা মোটরশ্রমিক ইউনিয়ন কাহালু শাখা অফিসের নতুন ভবনের ছাদ ঢালাই উদ্বোধন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্নসম্পাদক, জাতীয় সংসদ সদস্য ৩৯ বগুড়া ৪ (কাহালু – নন্দীগ্রাম) এলাকা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য জনাব আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন এম পি,এসময় তিনি বলেন শ্রমিক সহ সকল শ্রেণির মানুষের জন্য কাজ করে যাচ্ছি ভবিষ্যতে করবো আপনাদের সকলকে নিয়ে, আমি সরকারি সকল প্রকল্পের বরাদ্দ সুষ্ঠু নিরপেক্ষ ভাবে সকল, মসজিদ,মন্দির, রাস্তা, স্কুল, কলেজ,মাদ্রাসা, অবকাঠামো নির্মাণ কাজের জন্য বন্টন করে দেয়।এছাড়াও আমার ব্যক্তিগত তহবিল হতে সাহায্যে সহযোগিতা দিয়ে থাকি, আমার কাছে যখন যে কোন লোকজন যেকোন বিষয়ে এলে আমি তাদের সমস্যা সমাধান করে দেয় ও দেওয়ার চেষ্টা করি,তিনি আরও বলেন আমি কাজের মাধ্যমে আপনাদের কাছে বেচেঁ থাকতে চাই। এসময় তিনি টি,আর থেকে ৭০০০০= সত্তর হাজার টাকা বরাদ্দ ঘোষনা দেন। এসময় উপস্থিত ছিলেন কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান, কাহালু থানা বিএনপি র যুগ্নআহবায়ক মোঃ নেছার উদ্দিন, আহবায়ক কমিটির সদস্য,মোঃ ফরিদুর রহমান, কাজী আব্দুর রশিদ, অধ্যক্ষ রফিকুল ইসলাম, আবদুল মান্নান, আবদুল করিম, পৌর বিএনপি র আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ফরিদ ফকির, আঃমান্নান,ফজলু,আব্দুস সালাম, মোহাম্মদ আলী, সাইফুল ইসলাম, হযরত আলী, মটোরশ্রমিক ইউনিয়ন সভাপতি জনাব শাহাদৎ হোসেন মন্টু,সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহসভাপতি বাদশা আকন্দ, চেনমাষ্টার শাহীন, যুবদল কাহালু থানা কমিটি র আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান। যুবদল পৌর কমিটি র আহ্বায়ক মোঃ পারভেজ আলম,সিনিয়র যুগ্নআহবায়ক মোঃ খোকন, যুগ্নআহবায়ক মোঃ আলী, মিলন সরদার,শ্রমিক দল পৌর কমিটি র আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান, ছাএ দলনেতা রাকিব,সহ অন্যান্য নেতাকর্মী।