
বিনোদন ডেস্ক।।করোনাকালে বেশিরভাগ সিনেমা হলই বন্ধ ছিল। তবে যেগুলো খোলা ছিল সেগুলোতেও নতুন ছবির দেখা মিলছিল না। ফলে প্রতিদিনই লোকসানের পাল্লা ভারি হচ্ছিল হল মালিকদের। এ নিয়ে বারবার নতুন ছবি মুক্তির কথা বলছিলেন তারা। পাশাপাশি দর্শকরাও ছিলেন নতুন ছবির অপেক্ষায়। তবে এবার নতুন ছবির খরা কাটছে। ‘চোখ’ শিরোনামের একটি ছবির মাধ্যমে হলে ফিরছে নতুন ছবি।
আজ সারাদেশের ৩৬টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ছবিটি। নতুন এই ছবিটির মাধ্যমে বেশ কয়েকটি বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলও খুলছে বলে জানা গেছে। এমন খবর আশা জাগাচ্ছে সিনেমা হল মালিক থেকে শুরু করে সংশ্লিষ্ট কলাকুশলীদের।
এ প্রসঙ্গে ‘চোখ’ ছবিটির প্রযোজক সেলিম খান বলেন, ‘দেখুন, মুক্তির মিছিলে কিন্তু কয়েক ডজন সিনেমা রয়েছে। কিন্তু আমাদের সিনেমার বাজার তো খুব বেশি বড় না। তার ওপর করোনার কারণে বেশিরভাগ হল বন্ধ ছিল। তাই ইচ্ছে থাকলেও নতুন ছবির ঝুঁকি কেউ নিতে চায়নি। তবে দীর্ঘদিন পর হলে নতুন ছবি আসছে এবং বন্ধ হয়ে যাওয়া হল খোলার খবর অবশ্যই আমাদের আশা জাগানিয়া।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho