মেহেদী হাসান রাজু, রাজবাড়ী ।।
বর্ণাধ্য আয়োজনে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে রাজবাড়ীতে।
দিনটি উপলক্ষে আজ শুক্রবার সকাল ১১ রাজবাড়ী জেলা প্রেসক্লাব এর অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমা,রাজবাড়ী জেলা প্রেসক্লাব এর সাধারন সম্পাদক ও সমকাল এর জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী সরকারি মহিলা কলেজের প্রভাষক আহসান হাবিব, মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষক এসএম শামিম, রাজবাড়ী সনাক এর সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ,রাজবাড়ী ডিবেট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ডেইলি স্টার এর জেলা প্রতিনিধি নেহাল আহমেদ, কবি মিন্টু আহমেদ, কবি খোকন মাহমুদ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন এর জেলা প্রতিনিধি শামীম রেজা, যমুনা টেলিভিশন এর জেলা প্রতিনিধি রুবেলুর রহমান, একাত্তর টেলিভিশন এর জেলা প্রতিনিধি মেহেদি হাসান, রাংজিং বিডির জেলা প্রতিনিধি সুকান্ত বিশ্বাস প্রমুখ সহ অনান্য সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কেক কাটা শেষে অতিথিরা সংবাদপত্রের নানা দিক ও সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত সকলেই নিউজবাংলাকে শুভেচ্ছা জানান। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এর জন্য প্রশংসা করেন।এবং ভবিষ্যৎ এ এই ধারা অব্যাহত রাখার আহবান জানান।