প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ৫:০০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২১, ১২:২২ পি.এম
বেনাপোলে গান পাউডারসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি ।।
বেনাপোল বন্দর এলাকার দিঘীরপাড় থেকে ৪০০ গ্রাম গান পাউডার,সীমকার্ডসহ পুরাতন মোবাইল ও চোরাই কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেলসহ শামীম হোসেন (১৭) নামের এক পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব-৬ (সদর কোম্পানী) খুলনা’র সদস্যরা।
এরই ধারাবাহিকতায় রবিবার (০৩ অক্টোবর) রাতে র্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন দিঘির পাড় এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য কেনা-বেচার জন্য অবস্থান করছিল। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে বিস্ফোরক দ্রব্য বিক্রেতা ও পাচারকারী আসামী মোঃ শামীম হোসেন কে হাতে নাতে ধরে ফেলে।
সেসময় তার কাছে থাকা ৪০০ গ্রাম গান পাউডার,সীমকার্ডসহ ১টি মোবাইল ও পাচার কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। আসামী শামীম হোসেনের বাড়ী বেনাপোল পোর্ট থানাধীন গয়ড়া গ্রামে, তার পিতার নাম লিটন আলী। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামী শামীম হোসেনের দখল হতে উক্ত মালামাল গুলো জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় বিস্ফোরক আইনে মামলা রুজু করে তাকে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho