প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ১১:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২১, ১১:০৫ এ.এম
বার্তাকণ্ঠে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের নদীতে বাঁধ উচ্ছেদ অভিযান

শহিদ শেখ, মুন্সীগঞ্জ প্রতিনিধি।।
মুন্সীগঞ্জের সিরজদিখানে ইছামতি শাখা নদীতে অবৈধ ভাবে বাঁধ দিয়ে মাছ চাষের সংবাদ বার্তাকণ্ঠে প্রকাশের পর উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। উপজেলার মালাখানগর ও বয়রাগাদী ইনিয়নের ফুরসাইল গ্রাম দিয়ে বয়ে যাওয়া ইছামতির শাখা নদীতে এই বাঁধটি দেওয়া হয়েছে।
গতকাল সোমবার বিকেল ৫টায় উপজেলা সহকারী কমিশনার ভূমি সুবীর কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুধিষ্ঠির রঞ্জন পাল, উপজেলা সার্ভেয়ার মো. হানিফ, বয়রাগাদি ইউনিয়ন ভূমি কর্মকর্তা কৃষ্ণ কুমার পাল প্রমুখ।
উপজেলা সহকারী কমিশনার ভূমি বলেন, নাদীতে বাঁধ দিয়ে মাছ চাষ সম্পূর্ন অবৈধ। যারা বাধ দিয়েছে তারা তাদের ভূল স্বীকার করেছ। তবে বিষয়টি ইউএনও স্যার অবহিত করবো।
এসময় বয়রাগাদী ইউনিয়ন ভূমি কর্মকর্তা জানান, যারা নদীতে বাধ দিয়েছে আগামীকাল সন্ধ্যার মধ্যে সকলকে নদী থেকে বাঁধ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho