আল মোজাহিদ বাবু , বকশীগঞ্জ ( জামালপুর) ।।
হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বকশীগঞ্জ উপজেলার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৫ অক্টোবর সকালে উপজেলার মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলার চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার । উপজেলার নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট,শিল্প ও বনিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল হামিদ সহ উপজেলার অফিসারবৃন্দ ও বকশীগঞ্জ হিন্দু পরিষদের সভাপতি রমেশ চন্দ্র রায় , উপজেলা পূজা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. সীদ্দেশ্বর প্রমুখ।
মতবিনিময় সভায় জানা গেছে, এবার উপজেলার ১৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সভায় উপজেলার ১৩টি দুর্গাপূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।