প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৫, ১২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২১, ১২:১৯ পি.এম
চন্দনাইশে দূর্গা পূজার জন্য প্রস্তুত শতাধিক মন্ডপ

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি।।
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় বড় উৎসব স্বারদীয় দূর্গা পূজা। চন্দনাইশ উপজেলার শারদীয় দুর্গা পূজার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও চন্দনাইশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রায় ২ শতাধিক মন্ডপে অনুষ্ঠিত হবে দূর্গাপূজা। উপজেলার বিভিন্ন মন্ডপে গিয়ে দেখা যায় ,প্রত্যেক মন্ডপে প্রতিমার রং তুলির কাজ শেষ। চলছে মন্ডপ প্রাঙ্গন সাজানো কাজ। আজ বুধবার ৬ অক্টোবর চন্দনাইশ পৌরসভার ৩ নং ওয়ার্ডস্থ পশ্চিম হারলা সার্বজনীন ঠাকুরানী দূর্গা মন্দিরে গিয়ে দেখা যায়, সেখানে পূজামণ্ডপে সাজসজ্জার কাজ প্রায় শেষের পথে। প্রতিমা তৈরীর শিল্পী বা কারিগর লক্ষীপুর জেলার লক্ষণ পাল বলেন গত ১৫ দিনে মন্দিরে প্রতিমা তৈরী ও রং তুলির কাজ আজ শেষ করা হয়েছ। পশ্চিম হারালা সর্বজননী ঠাকুরানী দুর্গা মন্দিরে পূজা পরিচালনা কমিটির সভাপতি লিটন চৌধুরী ও সাধারন সম্পাদক মিটুন মহাজন বলেন,মন্দিরে প্রতিমা তৈরী থেকে আরম্ব করে প্রতিমা বিসর্জন পর্যন্ত্য আমাদের প্রায় সাড়ে ৪লাখ টাকা ব্যয় হবে। আগামী ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে স্বারদীয় দূর্গাপূজা। পূজারীদের মতে এবার দোলনায় চড়ে দেবীর আগমন করবেন এবং নৌকায় করে তিনি মত্তুকা বা পৃথিবী ত্যাগ করবেন।
এদিকে শারদীয় দূর্গোৎসবের আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে চন্দনাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন সরকারের কাছে জানতে চাইলে তিনি জানান, শারদীয় দূর্গোৎসবের সার্বিক নিরাপত্তা বিধানে প্রশাসন বদ্ধপরিকর। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে...
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho