প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ১:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২১, ৬:৫১ পি.এম
বালিয়াকান্দিতে বিকাশ প্রতারকসহ গ্রেপ্তার ৯

মেহেদী হাসান রাজু, রাজবাড়ী ।।
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে বিকাশ প্রতারকসহ ৯জনকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃতদেরকে বহস্পতিবার রাজবাড়ী আদালত প্রেরণ করেছে।
থানা সুত্রেজানাগেছে, বালিয়াকান্দি থানার এস,আই আসাদুজ্জামান রিপন, এস,আই মাজহারুল ইসলাম, এস,আই ফায়জুর, এস,আই মতিন, এ,এস,আই রাজীব বড়য়া, এ,এস,আই ইলিয়াছ, এ,এস,আই শহিদুল ইসলাম, এ,এস,আই নাসিমা সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতে অভিযান পরিচালনা করে।
অভিযানে বিকাশের মাধ্যমে প্রতারনা করে এক ব্যবসায়ীর লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার মামলায় মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চরমহেশপুর গ্রামের সদর আলী শেখের ছেলে বিকাশ প্রতারক চক্রের সদস্য সুজন শেখ এবং
পরোয়ানাভুক্ত আসামী উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আব্দুল মালেক, আমিরুল ইসলাম, খলিলুর রহমানের ছেলে মশিউর রহমান, রফিকুল ইসলামের স্ত্রী তাহেরা বেগম, ছেলে পাপ্পু মন্ডল, আমিরুল ইসলামের ছেলে সবুজ মন্ডল, নবাবপুর ইউনিয়নের তেকাটি গ্রামের বাবু মন্ডলের ছেলে আবু মন্ডল ও বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের আমির মোল্লার ছেলে সজিব মোল্লাকে গ্রেফতার করা হয়।
বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ তারিকুজ্জামান বলেন, অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের সদস্যসহ ৯জনকে গ্রেফতার করা হয়। গ্রফতারকৃতদেরকে বহস্পতিবার রাজবাড়ী আদালত পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho