
আরিয়ানদের গ্রেপ্তার করার পর তাদের যখন হেফাজতে নিয়ে যাচ্ছিল এনসিবি, তখনও তাদের সঙ্গে দেখা গিয়েছিল ওই বিজেপি নেতাকে। এর পরেই মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক এই ঘটনায় বিজেপি যোগের অভিযোগ তোলেন। এদিকে, এই অভিযোগের পর নিজের ও পরিবারের নিরাপত্তার আবেদন করেছেন বিজেপি নেতা মণীশ ভানুশালী।
সংবাদমাধ্যমের কাছে তিনি দাবি করেন, ‘১ অক্টোবর আমি মাদক পার্টির খবর পাই। আমার এক বন্ধু আমাকে এনসিবির কাছে যেতে বলেন। কিন্তু আগে থেকেই এনসিবির কাছে খবর ছিল। ২ অক্টোবর প্রমোদতরীতে হানা দেন তারা। সাক্ষী হিসেবে আমাদেরও নিয়ে যাওয়া হয়েছিল। তবে আমি জানতাম না ওই প্রমোদতরীতে শাহরুখ খানের ছেলেও আছেন।’
এই ঘটনার পর আরিয়ান ও তার বন্ধুদের এনসিবির দপ্তরে নিয়ে যাওয়ার যে ভিডিও প্রকাশ হয় সেখানেও দেখা যায় মণীশকে। এতে প্রশ্ন ওঠে কেন্দ্রীয় মাদক সংস্থার কর্তাদের সঙ্গে একজন বিজেপি নেতা কী করছেন? তিনি কি এভাবে তদন্তের সময় থাকতে পারেন?
তারও জবাব দিয়েছেন মণীশ। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি এনসিবি কর্তাদের সঙ্গে ছিলাম। সংকীর্ণ গলি হওয়ায় একজনের হাত ধরে ছিলাম আমি। আর কিছু করিনি।’ মাদক মামলায় তার নাম বাইরে আসায় প্রাণহানির আশঙ্কা করছেন বলে জানিয়েছেন মণীশ। তাই পুলিশি নিরাপত্তার আবেদন করেছেন তিনি।
মণীশ বলেন, ‘আমি একজন বিজেপি কর্মী। আমি যা করেছি তা দেশের জন্য। এই ঘটনা নিয়ে বিজেপির কোনো নেতার সঙ্গে আমি কথা বলিনি। তবে যেভাবে নোংরা রাজনীতি করা হচ্ছে, তাতে আমি আতঙ্কিত। তাই আমার ও পরিবারের নিরাপত্তার জন্য মুম্বাই পুলিশের কাছে আবেদন করেছি।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho