প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ৬:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২১, ১২:০০ এ.এম
যশোরে ধর্ষণের ভিডিও ধারণ করে গৃহবধূকে বারবার ধর্ষণ, যুবক গ্রেপ্তার

যশোর অফিস ।।
যশোরে এক গৃহবধূকে ধর্ষণ ও সেই দৃশ্যের ভিডিও ধারণ করে বারবার তাকে ভোগ করার অভিযোগে রিয়াজ হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রিয়াজ যশোর সদর উপজেলার দোগাছিয়া গ্রামের বাসিন্দা। পেশায় ছিলেন রাজমিস্ত্রী। ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, ‘দোগাছিয়া বাজারে আমাদের একটি চায়ের দোকান আছে। আমার স্বামী একটি মামলায় জেলহাজতে ছিলো। সেই সময় রিয়াজ প্রতি সন্ধ্যায় দোকানে চা খেতে আসতো। মাস চারেক আগে একদিন রাতে রিয়াজ আমাকে কৌশলে ধর্ষণ করে। সেই দৃশ্য সে মোবাইল ফোনে ভিডিও করে রাখে। এর পরে আমাকে সেই ভিডিও দেখিয়ে ‘ইন্টারনেটে ছেড়ে দেবে’ এবং ‘এলাকার সবাইকে দেখাবে’ বলে হুমকি দিতো। এই ভয় দেখিয়ে সে প্রায়ই আমাকে ভোগ করতো। বিষয়টি জেনে যাওয়ায় স্বামীও এখন আমাকে গ্রহণ করছে না। উপায় না পেয়ে আমি ঘটনাটি পুলিশকে জানাই।’ সাজিয়ালী পুলিশ ক্যাম্পের আইসি উপ-পরিদর্শক( এসআই) শুকুমার কুণ্ডু বলেন, এঘটনায় কোতয়ালী থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা (নম্বর ৩৩/০৬.১০.২১) হয়েছে। রিয়াজ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে আদালতে এবং ভিকটিমকে যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল করার জন্য পাঠানো হচ্ছে।
হাসপাতালের আর এম ও ডাক্তার আরিফ আহম্মেদ বলেন ওই নারীর পরীক্ষার জন্য সব কার্যক্রম করা হয়েছে৷ রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে৷
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho