মেহেদী হাসান রাজু, রাজবাড়ী।।
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় যৌনপল্লী থেকে ঋতু আক্তার (৩০) নামে এক যৌনকর্মীর গলা কাটা লাশ উদ্ধার করেছে ঘাট থানা পুলিশ। শনিবার (৯অক্টোবর) সকালে তার শয়ন কক্ষ থেকে তার লাসটি উদ্ধার করা হয়।
দৌলতদিয়া ঘাটের একাধিক যৌনকর্মী জানান, ঘটনার রাতে বাড়িয়ালা সুজন খন্দকার তার ঘরে এসেছিলো। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আজ শনিবার সকালে ঋতু আক্তারের শয়নকক্ষ থেকে রক্ত গড়িয়ে বাইরে চলে আসলে স্থানীয়রা তার ঘরে গিয়ে তার গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থয়ে গিয়ে লাশ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।