Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১মঙ্গলবার , ১২ অক্টোবর ২০২১
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

একাধিক পদে শিক্ষক নেবে জাবি

বার্তাকন্ঠ
অক্টোবর ১২, ২০২১ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ।।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিশ্ববিদ্যালয়টির দুটি বিভাগ ও একটি ইনস্টিটিউটে ১০ জন প্রভাষক ও একজন সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি
পদ ও সংখ্যা: সহকারী অধ্যাপক একজন এবং প্রভাষক দুই জন (অস্থায়ী)
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ
পদ ও সংখ্যা: প্রভাষক দুইজন (স্থায়ী)
পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ
পদ ও সংখ্যা: প্রভাষক তিনজন (স্থায়ী) এবং অস্থায়ী তিনজন প্রভাষক

বেতন স্কেল:
সহকারী অধ্যাপক: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
প্রভাষক: ২২,০০০-৫৩,০৬০ টাকা
 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সহকারী অধ্যাপক: এসএসসি ও এইচএসসিতে প্রথম বিভাগ/গ্রেডিং পদ্ধতিতে জিপিএ ৫-এর স্কেলে ৪.২৫। ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক ও স্নাতকোত্তর। উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি এবং গ্রেডিং পদ্ধতিতে জিপিএ ৪–এর স্কেলে ৩.৬০ থাকতে হবে। পিএইচডি ডিগ্রি থাকতে হবে এবং কমপক্ষে চার বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।
 
প্রভাষক: এসএসসি ও এইচএসসিতে প্রথম বিভাগ/গ্রেডিং পদ্ধতিতে জিপিএ ৫-এর স্কেলে ৪.২৫। ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি/ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। উভয় পরীক্ষায় জিপিএ ৪-এর স্কেলে ৩.৬০ থাকতে হবে।

পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগে প্রভাষক পদে আবেদনকারীদের এসএসসি ও এইচএসসিতে প্রথম বিভাগ/গ্রেডিং পদ্ধতিতে জিপিএ ৫-এর স্কেলে ৪.২৫। পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস/পরিসংখ্যান/নৃবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর। উভয় পরীক্ষায় জিপিএ ৪-এর স্কেলে ৩.৬০ থাকতে হবে।

যেভাবে আবেদন করতে হবে:
প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে এ ঠিকানায় https://www.juniv.edu.bd।
 
আবেদনের শেষ সময় আগামী ২৬ অক্টোবর ২০২১।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।