প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৫, ২:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২১, ৫:০৮ পি.এম
চন্দনাইশে আন্তর্জাতিক দুর্যোগ-প্রশমন দিবস পালিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ।।
দুর্যোগকালীন সময়ে ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়ে চন্দনাইশে পালিত হল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
বুধবার (১৩ই অক্টোবর) চন্দনাইশ উপজেলার ফাতেমা জিন্নাহ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে, চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মাহবুবা জেরিন, চন্দনাইশ উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ শাহ আলম খান, মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন ও ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কুন্তল বড়ুয়া সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে দেশের দুর্যোগপূর্ণ মুহূর্তে ধৈর্য ধারণ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রদর্শিত লিফলেট ও ফায়ার সার্ভিসের দুর্যোগ ও অগ্নিকাণ্ডের মুহূর্তে করণীয় নির্দেশনাবলী অনুসরণ করা আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho