শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

কুমিল্লার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ঢাকা ব্যুরো ।।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, কুমিল্লার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে।

বুধবার (১৩ অক্টোবর) রাতে একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘কুমিল্লার ঘটনায় আমার মনে হয় কেউ ‘সাবোটেজ’ করেছে কিনা, এটা দেখার বিষয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, এভাবে ঘটনা ঘটানোর সাহস বিশ্বাস হচ্ছে না। তারপরেও দেখা যাক সবকিছু এখন কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। উদ্ধার করব প্রকৃত ঘটনা কী? প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।

বুধবার সকালে কুমিল্লায় একটি মন্দিরকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানা ছবি-ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি শান্ত করতে গেলে তারাও তোপের মুখে পড়ে, বাঁধে সংঘর্ষ। দুপুরে বিজিবি মোতায়েন করা হলে পরিস্থিতি শান্ত হয়ে আসে।

জনপ্রিয়

কুমিল্লার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ১১:১৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১

ঢাকা ব্যুরো ।।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, কুমিল্লার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে।

বুধবার (১৩ অক্টোবর) রাতে একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘কুমিল্লার ঘটনায় আমার মনে হয় কেউ ‘সাবোটেজ’ করেছে কিনা, এটা দেখার বিষয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, এভাবে ঘটনা ঘটানোর সাহস বিশ্বাস হচ্ছে না। তারপরেও দেখা যাক সবকিছু এখন কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। উদ্ধার করব প্রকৃত ঘটনা কী? প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।

বুধবার সকালে কুমিল্লায় একটি মন্দিরকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানা ছবি-ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি শান্ত করতে গেলে তারাও তোপের মুখে পড়ে, বাঁধে সংঘর্ষ। দুপুরে বিজিবি মোতায়েন করা হলে পরিস্থিতি শান্ত হয়ে আসে।