মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি ।।
হবিগঞ্জের চুনারুঘাটে দেবর-ভাবীকে অনৈতিক কাজের অভিযোগে শিকলে বেঁধে রাতভর নির্যাতনের অভিযোগে আসামি ভিংরাজ মিয়া (৩০)কে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ। ভিংরাজ উপজেলার কোণাগাও গ্রামের ছমেদ মিয়ার ছেলে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আশরাফ জানান, বুধবার রাতে পুলিশের একটি দল উপজেলার কোনাগাও গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতে মাধ্যমে তাকে কারাগারে প্রেরন করা হয়েছে!
নির্যাতনের শিকার শারমিন আক্তার মারিয়ার দায়ের করা অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে। এজাহারের অন্যান্য আসামীরা পলাতক রয়েছে বলে জানান ওসি। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গত ১১ অক্টোবর রাত দশটায় মারিয়ার নিজ গৃহে মারিয়ার দেবর (ভিংরাজের চাচাতো ভাই) শাকিল মিয়া (১৮) এর সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগ এনে শাকিল মিয়া ও মারিয়াকে প্রথমে রশি দিয়ে ও পরে শিকল দিয়ে বেঁধে রাতভর মারধর করা হয়।
পরদিন বিকালে শাকিল ও মারিয়াকে একই শিকলে বেঁধে প্রায় তিন কিলোমিটার হাঁটিয়ে গাজীপুর ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়।
বার্তাকণ্ঠ/এনজে