মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট।।
জেলার আদিতমারী উপজেলা প্রকৌশলী সোহেল রানাকে গত (১০ অক্টোবর) কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খাঁন। তবে তিনি নিজেকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন।
এদিকে উপজেলা প্রকৌশলী সোহেল রানা ৩ দিনের মধ্যে শোকজের জবাব দিয়েছেন বলে বিষয়টি এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন এলজিইডি লালমনিরহাট নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খাঁন ।এদিকে আদিতমারী উপজেলা প্রকৌশলী সোহেল রানার বিরুদ্ধে নানা অনিয়ম নিয়ে একাধিক সংবাদ প্রকাশ হলে উপজেলা প্রকৌশলী নিজেকে বাঁচানোর জন্য স্থানীয় এক প্রভাবশালী নেতার কাছের লোককে দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার পায়তারা চালাচ্ছেন বলে একটি সুত্র দাবী করছেন।এদিকে গত (১০ অক্টোবর) কাজ শুরুর আগেই জামানতের টাকা উত্তোলনের অভিযোগ" শিরোনামে প্রতিবেদন প্রকাশ হলে লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খাঁন স্বাক্ষরিত এক পত্রে আদিতমারী উপজেলা প্রকৌশলী সোহেল রানাকে আগামী ৩ দিনের মধ্যে ৩টি বিদ্যালয়ের কাজ শুরু না করেও পারফরমেন্স সিকিউরিটি কেন ফেরত দেয়া হয়েছে তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে।কারণ দর্শানোর (শোকজ) অনুলিপি প্রধান প্রকৌশলী এলজিইডির সদর দপ্তর ঢাকা-১২০৭ সহ সরকারের বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে। (যার স্মারক নং-১৯৬১,তারিখ-১০/১০/২০২১ ইং)।শোকজ পত্রে উল্লেখ করা হয়েছে, সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মাণ/পুনঃনির্মাণ কাজ শুরু না করে এবং কাজের সময়সীমা অতিবাহিত হলেও সংশ্লিষ্ট ঠিকাদারকে "পারফরমেন্স সিকিউররিটি" ফেরত প্রদান করা হয়েছে। বিষয়টি নিম্নস্বাক্ষরকারী অবহিত হয়েছেন। পত্রে আরো উল্লেখ করা হয়েছে,এমন কর্মকান্ড ঠিকাচুক্তি সম্পুন্ন পরিপন্থি এবং আপনার (উপজেলা প্রকৌশলী) অদক্ষতা প্রমাণ করে। বিদ্যালয় ৩টির কাজ কেন শুরু না করে পারফরমেন্স সিকিউরিটি ফেরত দেয়া হয়েছে তার সুস্পষ্ট জবাব ৩ দিনের মধ্যে দিতে নির্দেশ দেয়া হয়েছে।এছাড়াও গত সোমবার (১১ অক্টোবর) "আদিতমারী উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশন বাণিজ্য" শিরোনামেও একটি প্রতিবেদন প্রকাশ হলে। এসব প্রতিবেদন প্রকাশ হওয়ার পর একের পর এক নানা অনিয়নের অভিযোগ প্রকাশ করছেন ঠিকাদাররা। তারা দ্রুত দুর্নীতিবাজ এ কর্মকর্তাকে বদলীসহ বিভাগীয় তদন্তের দাবী করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho