
স্পোর্টস রিপোর্টার ।। ২০২৩ সালের এশিয়া কাপের ভাগ্য চূড়ান্ত করা হয়েছে। আসরটি অনুষ্ঠিত হবে পাকিস্তানে এবং খেলা হবে ওয়ানডে সংস্করণে। পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা ও বিসিসিআই এর সচিব জয় শাহর উপস্থিতিতে ১৫ অক্টোবর বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সম্প্রতি নিউজিল্যান্ড ক্রিকেট দল পাকিস্তান সফরে যাওয়ার পরও সফর স্থগিত করে দেশে ফিরে যায় এবং ইংল্যান্ড নারী ও পুরুষ দলের সফরও বাতিল করা হয়। এই ঘটনায় মর্মাহত হয়ে পড়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও পাকিস্তানি দর্শকরা। তবে এবার তাদের জন্য সুখবর হলো, এশিয়া আয়োজন করবে পাকিস্তান এবং রমিজ বলেছেন, কোনো নিরপেক্ষ ভেন্যুতে তারা টুর্নামেন্ট আয়োজন করবেন না।
শুক্রবার (১৫ অক্টোবর) দুবাইয়ে অনুষ্ঠিত হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠক। সেখানে আলোচনার মূল বিষয় ছিল এশিয়া কাপ। বিসিসিআইয়ের সচিব জয় প্রস্তাব রাখেন, এবার যেহেতু পাকিস্তানের আয়োজনের পালা তাই তারাই আয়োজন করুক। পিসিবিও প্রস্তুত ছিল এশিয়া কাপ আয়োজনের জন্য এবং এই সুযোগ তারা সাথেসাথেই লুফে নেন।
পিসিবি চেয়ারম্যান রমিজ নিশ্চিত করেছেন, তারা দেশের মাটিতেই টুর্নামেন্টটি আয়োজন করবেন। এখনো টুর্নামেন্টের সূচি নির্ধারণ করা হয়নি, তবে আসরটি হবে ওয়ানডে সংস্করণে। যেহেতু ২০২৩ সালে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ আছে, তাই এশিয়া কাপও ওয়ানডে সংস্করণে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হবে ভারতে।
২০২২ সালের এশিয়া কাপ আয়োজিত হবে শ্রীলঙ্কায়। এই আসরটি আয়োজিত হবে টি-টোয়েন্টি সংস্করণে। কারণ ২০২২ সালে আবার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, যেটি আয়োজন করবে অস্ট্রেলিয়া।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho